ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

রায়পুরায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, ৩০ বাড়িতে ভাঙচুর-লুটপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
রায়পুরায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, ৩০ বাড়িতে ভাঙচুর-লুটপাট

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আজহার মিয়া ( ৪৫ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

এসময় প্রায় ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  

রোববার (২৭ মার্চ) ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজহার মিয়া গৌরিপুর গ্রামের বাসিন্দা। তিনি মালবাহী নৌকার মাঝি ছিলেন।  

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দীর্ঘদিন ধরেই মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ্ব চলছে। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও তারা বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছিলেন।  এরই জের ধরে রোববার ভোরে একদল অন্য দলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আজহার নামে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় প্রায় ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক ( অপরারেশন)  আতাউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।