ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভারতে পাচার ২৩ তরুণী-শিশু-কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর 

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
ভারতে পাচার ২৩ তরুণী-শিশু-কিশোর-কিশোরীকে দেশে হস্তান্তর 

বেনাপোল( যশোর): ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৩ তরুণী-শিশু-কিশোর-কিশোরীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।  

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে কাছে সোপর্দ করে।

ফেরত আসারা হলেন- নড়াইলের রিপা খাতুন (১৯), সাদিয়া খাতুন (১৬), আলাউদ্দিন শেখ (১৫), প্রান্ত বিশ্বাস (১৪), ঢাকার বিথি আক্তার (১৭), খুলনার মনির হোসেন (১২), ফাতেমা খাতুন (১৩), সুমনা আক্তার (২০), বাগেরহাটের  হামিদা আক্তার (১০), নুসরাত জাহান (১১), রাব্বি শাহা (১২), ময়মনসিংহের সুমায়া আক্তার (১৭), আশুলিয়ার নাইম (১১), শরিয়াতপুরের শান্তা আক্তার (১৬), নরসিংদীর তাসলিমা খাতুন (১৮), মুন্সিগঞ্জের নওশিন রহমান (১৪), ফিউনি রহমান (১১), নওয়াপাড়ার হাসান (১৬), বরিশালের মেহেদী হাসান (১০), বিউটি মণ্ডল (২৪), প্রার্থ মণ্ডল (৩), লালমনিরহাটের রিদয় দাস (১২), ও
নোয়াখালীর তানিয়া আক্তার (১৯)।

জাস্টিস অ্যান্ড কেয়ার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ২৩ জন ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের কলকাতা সুকর্না শেল্টার হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন নামে এনজিও সংস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।