ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামপালে জালে উঠল কুমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
রামপালে জালে উঠল কুমির

বাগেরহাট: বাগেরহাটের রামপালে জালে ধরা পড়েছে কুমির। শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বগুড়া খালে মাছ ধরতে গেলে স্থানীয় এক জেলে কুমিরটি পান।

পরে সন্ধ্যার দিকে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের ফোন পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের সদস্যরা সেটি উদ্ধার করে সুন্দরবনের খালে অবমুক্ত করেন।

সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, রামপালের ভাগা এলাকার বগুড়ার খালে এক জেলের জালে এদিন বিকেলে কুমিরটি ধরা পড়ে। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। ফোন পেয়ে সন্ধ্যায় আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করি। এটি লম্বায় ৪ ফুট, বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। পরে কুমিরটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১১মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।