ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৩ রেল ক্রসিং যেন ‘মৃত্যু ফাঁদ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ৩ রেল ক্রসিং যেন ‘মৃত্যু ফাঁদ’

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ৩টি অরক্ষিত ও অনুমোদনহীন রেল ক্রসিং নিয়ে ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হন।

এর আগে অরক্ষিত ও অনুমোদনহীন রেল ক্রসিংয়ের কারণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

সরজমিনে দেখা যায়, পৌর এলাকার আলিনগর হাজিমোড়ের রেল ক্রসিংটি জনবহুল হলেও এখানে নেই কোন সর্তকতামূলক পোষ্ট।

এদিকে দুর্ঘটনার পরপরই রেলের কর্মচারীরা সেখানে একটি সর্তকতামূলক সাইনবোর্ড বসাতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা।

জানা গেছে, দুর্ঘটনার পর রেল কর্মকর্তাদের সর্তকতামূলক কার্যক্রম দেখে তারা সাইনবোর্ড বসাতে দেয়নি।

এব্যাপারে স্থানীয় জাকির হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসন আগের থেকে কোন ব্যবস্থা নেয়নি। এখনও নিচ্ছে না। এমনকি এখানে কোন গেট বা সর্তকতামূলক পোষ্টও নেই- যা দেখে পথচারীরা দাঁড়াবে। তবে রেল বিভাগের কর্মচারীরা ৩ জন মারা যাওয়ার পর এখানে সর্তকতামূলক সাইনবোর্ড বসাতে এলে তাদের তাদের তাড়িয়ে দেওয়া হয়।

অপর স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থল থেকে স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটারের কিছু কম। কিন্তু স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে আসার পর ক্রসিংগুলো পার হলেও কোন হর্ন বাজায় না। এতে করে এ সব ক্রসিং ব্যবহারকারীরা প্রায় দুর্ঘটনার মুখে পড়ে।

তিনি আরও জানান, গত ৩ দিন আগে ঢাকাগামী বনলতা ট্রেনের হর্ন ছাড়া রেল ক্রসিং পার হবার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেন তিনি।

এদিকে স্থানীয়রা প্রতিটি অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেট নির্মাণের পর গেটম্যান দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।