ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মির্জাপুরে মাস্ক না পরায় ৯ ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
মির্জাপুরে মাস্ক না পরায় ৯ ব্যক্তিকে জরিমানা

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পরার অপরাধে ৯ ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের মির্জাপুর বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা আদায় করেন।

সারাদেশের মত মির্জাপুরেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে শনিবার দুপুরে মির্জাপুর বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন মাস্ক না পরার অপরাধে ৯ ব্যক্তির কাছ থেকে ৯৫০ টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে এবং মাস্ক ছাড়া বাইরে বের না হতে শনিবার মির্জাপুরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।