ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, নভেম্বর ৩০, ২০২১
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু  ফাইল ছবি

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে রবেন্দ্র পাল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের গারোবাড়ী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

রবেন্দ্র পাল জেলার দুর্গাপুর উপজেলাধীন ঝাঞ্জাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে রবেন্দ্র পালের একমাত্র ছেলে মারা যায়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার দুপুরে তারাকান্দা গ্রাম দিয়ে যাওয়া রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রবেন্দ্র পাল। এ সময় জারিয়া থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মোমেন বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।