বরগুনা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরায় বরগুনায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ।
এসময় জব্দ করা হয় জাটকাসহ প্রায় এক মণ মাছ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেনরা- মো. পালাশ, মো. আউয়াল, মো. মনির, সাগর, ছগীর, মো. নুরুজ্জামান, রাকিব, রিপন মিয়া, রাজিব সিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং ট্রলার মালিক রিপন সিকদার।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে বিষখালী নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নলটোনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১৩ জেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত মাছ পরবর্তীতে স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।
বরগুনা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে বরগুনায় এখন পর্যন্ত ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজ আটক ১৩ জনসহ মোট ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার শেষদিন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন, মাছ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। আটক ১২ জেলেকে ৭ দিন ও ট্রলার মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
আরএ