ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

করোনায় শ্রমিকদের অধিকার প্রাধান্য পায়নি: টিআইবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, ডিসেম্বর ১৭, ২০২০
করোনায় শ্রমিকদের অধিকার প্রাধান্য পায়নি: টিআইবি ড. ইফতেখারুজ্জামান

ঢাকা: তৈরি পোশাক খাত জনগণের অর্থের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  

তিনি বলেন, তৈরি পোশাক মালিকরা সব সময় সুবিধাভোগী।

তারা সরকারকে চাপ দিয়ে প্রণোদনা আদায় করেছে, অতীতেও এমনটা দেখা গেছে। এতেই বোঝা যায়, তৈরি পোশাক খাত চলে জনগণের টাকায়।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) 'তৈরি পোশাক খাতে করোনা ভাইরাস উদ্ভূত সংকট: সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি।  

ড. ইফতেখারুজ্জামান বলেন, তৈরি পোশাক খাত রফতানি বাণিজ্যে বিশেষ ভূমিকা পালন করে। করোনা ভাইরাস অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কারণ পোশাক খাত জিডিপিতে বড় ভূমিকা রাখে। এ খাতে রফতানি বন্ধ হওয়ার কারণে ঝুঁকি বেড়েছে। করোনা ভাইরাস শুরুর পর পোশাক খাতে ব্যাপক হারে কার্যাদেশ বাতিল হয়। তড়িৎ পরিকল্পনা না থাকায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়।  

তৈরি পোশাক খাতে শ্রমিকদের চার দশকের বঞ্চনা, সেটি করোনা মহামারির সময়েও দেখা গেছে। অনেক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের লে আউট করেছে। শ্রমিক পক্ষের অধিকার প্রাধান্য পায়নি বলেও মন্তব্য করেন তিনি।  

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, করোনাকালে প্রণোদনা প্যাকেজের অর্ধেক টাকাই পোশাক খাতে দেওয়া হয়। ঘাটতি নিরসনে জনগণের অর্থের ওপর নির্ভরশীল তারা। সরকারকে চাপ দিয়ে সুবিধা আদায় করেন পোশাক শিল্প কারখানার মালিকরা।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
টিএম/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।