ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৮, ডিসেম্বর ৭, ২০১৮
নালিতাবাড়ীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শীতার্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতবস্ত্র। ছবি: বাংলানিউজ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র তুলে দেন পুনাকের সভানেত্রী, পুলিশ মহাপরিদর্শকের  (আইজিপি) পত্নী হাবিবা জাবেদ।

জেলা পুনাকের সভানেত্রী, জেলা পুলিশ সুপারের (এসপি) পত্নী আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুনাক নেত্রী জুবাইদা বিনতে জাফর, প্রণীতা সরকার, নাসিমা আমিন, ফারহানা কবির, তৌহিদা ইসলাম, কানিজ ফাতেমা, রূপা আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, শেরপুর পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে স্থানীয় ৫০০ দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।