ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর অগ্রগতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, ডিসেম্বর ৭, ২০১৮
শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর অগ্রগতি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা

ঢাকা: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ  হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে কাজ করে চলেছেন। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ স্মরণে আয়োজিত এই সেমিনারের আয়োজন করে ইন্ডিয়া ফাউন্ডেশন ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।

এতে বক্তব্য রাখেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভিসি এম জগদেশ কুমার, ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক মেজর জেনারেল ধ্রুব কটস প্রমুখ।

সেমিনারে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসমাপ্ত কাজ বিস্ময়করভাবে সমাপ্ত করেছেন। এই দুই নেতৃত্বকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্ণনা করেছেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, আর তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশ রক্ষা করেছেন। ’  

তিনি সেমিনারে বাংলাদেশের নানা খাতে অগ্রগতি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।