ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, নভেম্বর ৩০, ২০১৮
রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আনু মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কের ভুলতা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনু ভুলতা দীঘিরপাড় এলাকার বাসিন্দা।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রফিকুল হক বাংলানিউজকে জানান, দুপুরে ভুলতা ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হচ্ছিলেন আনু মিয়া। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আনু মিয়াকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।