ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, নভেম্বর ২৭, ২০১৮
নেত্রকোনায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নেত্রকোনা: ইলেকট্রনিক ও ইলেকট্রনিকস সামগ্রী বিক্রির ক্ষেত্রে ডিলিং লাইসেন্স না থাকায় নেত্রকোনা শহরের চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের মোক্তারপাড়া ও ছোটবাজার এলাকা ঘুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন এ জরিমানা করেন।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসীমা নাহাত, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসেন, ম্যাজিস্ট্রেট সহকারী চন্দন সরকার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে ফারহানা ইয়াসমিন জানান, কোনো ইলেকট্রিক-ইলেকট্রনিকস পণ্য সামগ্রীর ব্যবসা করতে হলে জেলা প্রশাসন থেকে প্রতিষ্ঠান মালিকদের একটি ডিলিং লাইসেন্স নিতে হয়। কিন্তু কোনো ডিলিং লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল চার ব্যবসা প্রতিষ্ঠান।  

লাইসেন্স না থাকায় চার প্রতিষ্ঠানের মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে আট হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।