ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ইউপিডিএফ’র কালেক্টরসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, নভেম্বর ২৬, ২০১৮
কাউখালীতে ইউপিডিএফ’র কালেক্টরসহ আটক ৪

রাঙামাটি: রাঙামাটি কাউখালী উপজেলায় প্রসীত গ্রুপের নেতৃত্বাধীন ইউপিডিএফ’র কালেক্টরসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। 

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে কাউখালী থানা সূত্রে এতথ্য জানা গেছে।

আটকরা হলেন- উপজেলার নাভাঙ্গা পাড়ার যতীন বিকাশ চাকমার ছেলে সমরেশ চাকমা ওরফে সম্রাট (২৮), কচুখালী এলাকার লক্ষীধন চাকমার ছেলে লিটন চাকমা (২০), ছোট নাভাঙ্গা পাড়ার জ্যেতিময় চাকমার ছেলে এডিশন চাকমা (২৪) এবং ফটিকছড়ি ইউনিয়নের কলাবুনিয়া এলাকার শশী ভূষণ চাকমার ছেলে মেনশন চাকমা (২৫)।

এদের মধ্যে সমরেশ চাকমা প্রতীত গ্রুপের নেতৃত্বাধীন ইউপিডিএফ’র কালেক্টর।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ নভেম্বর) দিবাগত রাতে কাউখালী সরকারি ডিগ্রি কলেজ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সোমবার দুপুরে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে বলেন, আটক সমরেশ ইউপিডিএফ’র চিহ্নিত কালেক্টর। তার বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।