ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, নভেম্বর ২৫, ২০১৮
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. জব্বার (৩২) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে ফকিরহাট সটের গাছতলা এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহিদ হোসেন খুলনার শেখপাড়ার তোতামিয়ার ছেলে।

আহত জব্বার খুলনার খালিশপুর এলাকার হারুনার রশিদের ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলয় দাস বাংলানিউজকে জানান, দুপুরে জাহিদ ও জব্বার মোটরসাইকেলে মোল্লাহাট থেকে খুলনা যাচ্ছিলেন। তারা ফকিরহাট সটের গাছতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ বোঝাই নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় জব্বারকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

জাহিদের মরদেহ পরিবারের লোকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।