ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, নভেম্বর ২৪, ২০১৮
কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু কাপ্তাই হ্রদ

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি টিলার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে শাহীন (৩) এবং একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মিনহাজ (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে এফআইডিসি টিলায় শাহীন ও মিনহাজ খেলা করছিল।

এরপর তাদের আর পাওয়া যায়নি। একপর্যায়ে দুপুর ১২টার দিকে দু’জনেই হ্রদে ভেসে ওঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তন্ময় বড়ুয়া বাংলানিউজকে জানান, এখানে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।