ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, নভেম্বর ২৪, ২০১৮
গাজীপু‌রে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের টঙ্গীতে গণপিটুনিতে রাসেল (২৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ন‌ভেম্বর) দিনগত রা‌তে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল নোয়াখালীর চাটখিল থানার ভীমপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে।

পু‌লিশ ও স্থানীরা জানান, টঙ্গীর আরিচপুর এলাকায় বাসা ভাড়া থাক‌তো রা‌সেল। সে একজন চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী ছিলো। শুক্রবার রা‌তে মধ্য আরিচপুর এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা তাকে আটক ক‌রে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রা‌সেল মারা যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, নিহত রাসেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ন‌ভেম্বর ২৪, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।