ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ময়নানূর টেক্সটাইলের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১২, নভেম্বর ২৪, ২০১৮
ময়নানূর টেক্সটাইলের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি  আগুনে পুড়ে যায় কারখানার মেশিন/ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর মাধবদী আব্দুল্লাহ বাজারে ময়নানূর টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মেশিনারিজ, সুতা, কাপড়সহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি কারখানা কর্তৃপক্ষের।

শুক্রবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মিলের ভিতরে কোনো শ্রমিক ছিলেন না।

রাত ৮টার দিকে মিলের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তারক্ষী। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় লোকজন মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ময়নানূর টেক্সটাইল মিলের পরিচালক নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কোনো শ্রমিক মিলে ছিলেন না। আগুন মিলের ভিতরে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি।

নরসিংদী সদর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাতটি ইউনিটের মাধ্যমে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।