ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিকেলে ‘লেটস টক’-এ আসছেন শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, নভেম্বর ২৩, ২০১৮
বিকেলে ‘লেটস টক’-এ আসছেন শেখ হাসিনা

ঢাকা: তারুণ্যের সঙ্গে সরাসরি কথা বলতে শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে লেট’স টক অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই অনুষ্ঠানের মাধ্যমে বহুবার তরুণ প্রজন্মের সঙ্গে কথা বললেও এই প্রথম অনুষ্ঠানটিতে আসছেন তিনি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা এবং বাংলাদেশ নিয়ে তরুণ প্রজন্মের ভাবনার কথা শুনবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথাও জানাবেন তিনি।

সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী এসব তরুণদের মতামত শোনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী এভাবে তরুণদের মুখোমুখি হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।