ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে ব্যানার-পোস্টার অপসারণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, নভেম্বর ১৯, ২০১৮
বরিশালে ব্যানার-পোস্টার অপসারণ বরিশালে ব্যানার-পোস্টার সরাচ্ছে সিটি করপোরেশন। ছবি: বাংলানিউজ

বরিশাল: নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, নোটিশ দেওয়ার পরও বরিশাল নগরের যেসব স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ছিল তা অপসারণে মাঠে নেমেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

সোমবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে নগরের বিভিন্ন এলাকায় এই  অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

বরিশাল নগরের হাসপাতাল রোড, বিএম কলেজ, নথুল্লাবাদ ও লাকুটিয়াসহ বিভিন্ন এলাকার বিলবোর্ড অপসারণ করেছে বিসিসি।

 

এর আগে নগরের সৌন্দর্য রক্ষার্থে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াত সাদিক আবদুল্লাহ মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছিলেন।  

তবে এরপরও যারা সরাননি সেগুলো বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হকের নেতৃত্বে ব্যানার-পোস্টার অপসারণ করা হয়েছে।  

বাংলা‌দেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।