ঢাকা: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। ৮ মে প্রিজন ডিরেক্টরেট, বাংলাদেশ এবং মুভার সোলার অ্যান্ড রিনিউএবল এনার্জি লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় কারাগারের বিভিন্ন ভবনের ছাদে ওপেক্স মডেলে সৌর প্যানেল স্থাপন করা হবে। উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে। এতে করে কারাগারের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করা যাবে।
এই উদ্যোগের ফলে কারাগারের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় ও দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা করা হচ্ছে।
প্রথম ধাপে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ জেল বা সরকারের কোনো প্রকার অর্থ ব্যয় হবে না। সম্পূর্ণ বিনিয়োগটি বৈদেশিক মুদ্রায় করবে মুভার সোলার অ্যান্ড রিনিউএবল এনার্জি লিমিটেড।
এজেডএস/এসআইএস