ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের ৩ যাত্রী নিহত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, নভেম্বর ১৮, ২০১৮
রংপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের ৩ যাত্রী নিহত

রংপুর: রংপুরের লাহিড়ীর হাট এলাকায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রংপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়কের শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে ট্রাকটিও।

 

রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রংপুর থেকে বদরগঞ্জগামী ওই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু হয়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।