ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে পোকা মারার ট্যাবলেট খেয়ে ২ শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, নভেম্বর ১৭, ২০১৮
রাঙ্গাবালীতে পোকা মারার ট্যাবলেট খেয়ে ২ শিশুর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চালের পোকা মারার গ্যাস ট্যাবলেট খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের চরব্যারেট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- চরব্যারেট গ্রামের মহাসিন চৌকিদারের মেয়ে শোভা (১১) ও একই গ্রামের বিপুল মৃধার মেয়ে রোজিনা (১১)।

তারা দুইজনেই চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দু'জন একইস্থানে বসে চালের পোকা মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। এতে তাদের মৃত্যু হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনাল কৃষ্ণ মিত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।