ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিকাশ এজেন্টকে গুলি করে ছিনতাইকালে আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৯, নভেম্বর ৫, ২০১৮
বিকাশ এজেন্টকে গুলি করে ছিনতাইকালে আটক ৮ আটক বাইকার গ্যাং স্টার গ্রুপের সদস্য। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের শাহজাহানপুর এলাকায় বিকাশ এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইকালে বাইকার গ্যাং স্টার গ্রুপের আট সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মেহেদী হাসান (২২), শাহরিয়ার (২২), কাজী ইউসুফ বিন শওকত ওরফে অনিক (১৯), আমিনুল ইসলাম ওরফে আমিন (২০), আবু হুরাইরা আদিব (১৮), সাব্বির হোসাইন (১৮), শিশির আহমেদ ওরফে সজল (২২), মাজহারুল ইসলাম ওরফে অনিক ইসলাম (২০)।

এএসপি বীনা রানী বলেন, আটকরা রোড বাইকার্স ও ক্রাশ বিডি নামে বাইকার গ্যাং স্টার গ্রুপের সক্রিয় সদস্য। আটকদের কাছ থেকে এ সময় ৩টি গুলির খোসা, এক রাউন্ড গুলি ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।