ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

মিরপুরে অনুষ্ঠান করার অনুমতি নিয়ে হাতাহাতি, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, মে ২৫, ২০২৫
মিরপুরে অনুষ্ঠান করার অনুমতি নিয়ে হাতাহাতি, আটক ৬ আটক ছয়জন

ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠান করার অনুমতি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।

 

রোববার (২৫ মে) বিকেল ৫টার দিকে রাজধানী মিরপুর-১৩ নম্ববর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তাদের আটক করে নিয়ে যায় যৌথ বাহিনী।  

সূত্র জানায়, স্থানীয়রা তাদের আটক করে আর্মিকে খবর দিলে ক্যাম্প থেকে আর্মি সদস্যরা এসে ছয়জনকে আটক করে নিয়ে যায়।  

আটকরা হলেন: রেজাওয়ানুল করিম, বাবা মো. আশরাফুল, ফারহান শাহরিয়ার, বাবা ইব্রাহিম খলিল, ফয়সাল মাহামুদ, বাবা মমিনুল ইসলাম, আতাউর রহমান, বাবা আতায়ে রাব্বি, ইশতিয়াক খান, বাবা মো. ইব্রাহিম খান ও আরিয়ান ইসলাম, বাবা সালাউদ্দিন।  

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী থেকে জানালে পরে, জানাতে পারবো।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত তারা ওখানে একটি ক্যাম্পেইন করার জন্য গিয়েছিল। না জেনে কিছু বলা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, ছাত্রদল পরিচয় দিয়ে দুপুরে (রোববার) প্রিন্স নামে একজন সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এসেছিল। তখন সে আমাদের চেয়ারম্যান স্যারকে বলেন, একটি অনুষ্ঠান করতে চায়। তখন আমাদের চেয়ারম্যান স্যার বলেন, আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় অনুষ্ঠান করলে ক্লাসের ব্যাঘাত ঘটবে। আমাদের বিভিন্ন প্রোগ্রাম ডে আছে। সে সময় আসেন তখন অনুষ্ঠান করতে পারবেন।  

তখন প্রিন্স আমাদের স্যারকে বলেন, আমি ছাত্রদল করি এ এলাকার ছেলে আমাকে অনুষ্ঠান করতে দিতে হবে। নিয়ম অনুযায়ী প্রোগ্রাম করার কথা বললে, প্রিন্স বলে ওঠে আপনি আওয়ামী লীগ করেন। আপনাকে দেখেছি বলে চলে যায়।

তিনি আরও অভিযোগ করে বলেন, বিকেল ৩টার দিকে ছাত্রদলের নেতা পরিচয় দিয়ে ফয়সাল আসেন। তার সঙ্গে ৩০ থেকে ৪০ জন যুবক আসে। তখন তারা আমাদের চেয়ারম্যান স্যারের রুমে প্রবেশ করে।  একপর্যায়ে হাতাহাতির মতো ঘটনা ঘটে। পরে ছাত্ররা তাদের আটকে রাখে। ছাত্ররা ও এলাকাবাসীরা মিলে যৌথ বাহিনীকে খবর দেয়। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।