ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিচারপতি মো. ফারুকের সহধর্মিণীর ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৫, নভেম্বর ৫, ২০১৮
বিচারপতি মো. ফারুকের সহধর্মিণীর ইন্তেকাল

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ফারুক (এম. ফারুক) এর সহধর্মিণী রানু আরা বেগম  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ৩ নভেম্বর (শনিবার) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রানু আরা বেগম।
 
আমিন উদ্দিন মানিক আরও জানান, তিনি (রানু আরা বেগম) লিভার সিরোসিসে ভুগছিলেন।

মৃত্যুকালে স্বামী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজার নামাজ রোববার (০৪ নভেম্বর) সকাল সাড়ে আটটায় সার্কিট হাউস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ বিচারপতিরা অংশগ্রহণ করেন।  

দ্বিতীয় জানাজার নামাজ নিজ বাসভবন বনশ্রীতে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বাঙ্গুরা থানার গাজীপুরা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটায় তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রানু আরা বেগমকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।