ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুরো দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করবে এআর কিডস মিডিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, নভেম্বর ৫, ২০১৮
পুরো দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করবে এআর কিডস মিডিয়া বাংলানিউজের লোগো

ঢাকা: পুরো দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করবে শিশুদের গণমাধ্যম সংস্থা এআর কিডস মিডিয়া। 

রোববার (৪ নভেম্বর) এআর কিডস মিডিয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

এআর কিডস মিডিয়ার প্রধান নির্বাহী আরিফ রহমান শিবলী জানান, প্রথম চার বছরে বাংলাদেশে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়ার পর এবার পুরো সার্ক অঞ্চল নিয়ে কাজ করবে এআর কিডস মিডিয়া।

 

শিশুদের জন্য এআর কিডস মিডিয়াই হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। যেখানে শিশু-কিশোররা নিজেদের অধিকার আর মনের কথা নিজ নিজ দেশের সরকারকে জানাতে পারবে।  

শিশুদের গণমাধ্যম সংস্থাটি এরই মধ্যে প্রশিক্ষণের পাশাপাশি কাজের ব্যবস্থাসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে।  

প্রশিক্ষণে দেশীয় এক্সপার্টদের পাশাপাশি এবার বিদেশি গণমাধ্যমের এক্সপার্টরাও অংশ নেবেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।