ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ দুই নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, নভেম্বর ৪, ২০১৮
গাজীপুরে ইয়াবাসহ দুই নারী আটক আটক দুই নারী। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আটককৃত দুই নারী হলেন কক্সবাজারের মং চেচিং চাকমার মেয়ে কাজল চাকমা (৩৫) ও রং চিং চাকমার মেয়ে নিশিনু চাকমা (৩২)।

রোববার (৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি) মো. রুহুল আমিন সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায়  চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কাজল ও নিশিনুরের কাছ থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে বাসন থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। কক্সবাজার থেকে ওই দুই নারী বিক্রির উদ্দেশে ইায়াবা ট্যাবলেটগুলো গাজীপুরে নিয়ে আসে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।