ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, নভেম্বর ৪, ২০১৮
কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ফেরি (ফাইল ছবি)

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতের দিকে আকস্মিক কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। চলাচলরত ফেরিগুলোর দিক নির্ণয়ে সমস্যা হলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলেই চলাচল শুরু করবে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।