ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জের উন্নয়নে মেগাসিটি মাস্টার প্ল্যান

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, নভেম্বর ৩, ২০১৮
কেরানীগঞ্জের উন্নয়নে মেগাসিটি মাস্টার প্ল্যান ‘এগিয়ে চলেছে কেরানীগঞ্জ’ প্রকাশনার মোড়ক উন্মোচন। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কেরানীগঞ্জের উন্নয়নে নেওয়া হয়েছে মেগাসিটি মাস্টার প্ল্যান। এটি বাস্তবায়ন হলে কেরানীগঞ্জ হবে একটি আধুনিক মেগাসিটি।

শনিবার (৩ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ঈদ্গাহ মাঠে ‘এগিয়ে চলেছে কেরানীগঞ্জ’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষায় উন্নত করা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা।

আগামী বছরই কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করা হবে। এছাড়াও কেরানীগঞ্জের সব বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ড করা হবে। ইতোমধ্যে কেরানীগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।  

ঢাকা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।