ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে পুড়িয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, নভেম্বর ৩, ২০১৮
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে পুড়িয়ে হত্যা

নোয়াখালী: চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক আবুল হোসেন বেলাল (৫২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (০৩ নভেম্বর) রাতে নিহতের মরদেহ বাংলাদেশে আসার কথা রয়েছে। এরআগে, বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বেলাল নোয়াখালী সদর উপজেলার পৌর এলাকার মহব্বতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।  

নিহতের শ্যালক নাসির উদ্দিন শাহ নয়ন বাংলানিউজকে বলেন, ১০ বছর আগে জীবিকার তাগিদে বেলাল দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি রাস্টেনবার্গ এলাকায় ব্যবসা করতেন। কিছু দিন ধরে ওই এলাকার কয়েক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করতো। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করার সময় ওই সন্ত্রাসীরা এসে ফের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা প্রথমে বেলাল কুপিয়ে ও পরে তারা হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।