ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে চার মাদকসেবীর কারাদণ্ড 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, নভেম্বর ৩, ২০১৮
নবাবগঞ্জে চার মাদকসেবীর কারাদণ্ড 

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চার মাদক সেবনকাবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো. তোফাজ্জল হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর টুকনীকান্দা এলাকার লতিফ মিস্ত্রীর ছেলে মকবুল হোসেন (৪০), কলাকোপা ইউনিয়নের সমসাবাদ এলাকার মো. নুর হোসেনের ছেলে মো. রাকিব (২০), ওই ইউনিয়নের পানালিয়া এলাকার আলী আকমলের ছেলে আলমগীর (২০) ও ময়মনসিংহ জেলার বালকি গ্রামের গোপালের ছেলে বুলবুল (৩৫)।

বুলবুল নবাবগঞ্জ উপজেলার গোল্লা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আবু সাইদ বাংলানিউজকে জানান, সকালে মকবুল ও বুলবুলকে উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে এবং রাকিব ও আলমগীরকে বড় রাজপাড়া থেকে আটক করে পুলিশ। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।