ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, নভেম্বর ৩, ২০১৮
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানার মিরেরবাজার এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। 

শনিবার (৩ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুবাইল থানার মিরেরবাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে নীল রঙের ফুল শার্ট ও কালো রঙের হাফ প্যান্ট রয়েছে। নিহত ওই যুবকের মাথা থেতলে গেছে এবং এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।