ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় বিয়ের আসর ছেড়ে পালালো যৌতুক মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, নভেম্বর ৩, ২০১৮
দ্বিতীয় বিয়ের আসর ছেড়ে পালালো যৌতুক মামলার আসামি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে দ্বিতীয় বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আসামি উপজেলার চারিগাঁও গ্রামের মৃত গোল মাসুদের ছেলে মো. উছমান গণি (৩৯)।

এর আগে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ, উছমানের বিরুদ্ধে যৌতুক মামলা করেন তার স্ত্রী মনুয়ারা আক্তার খাতুন।  

পরে আদালতের বিচারক উছমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি আত্মগোপন করেছিলেন।

নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।