ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

তামাক নিয়ন্ত্রণ আইনের টেকসই প্রয়োগ ও বাস্তবায়ন দাবি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৮, নভেম্বর ১, ২০১৮
তামাক নিয়ন্ত্রণ আইনের টেকসই প্রয়োগ ও বাস্তবায়ন দাবি অ্যাডভোকেসি সভা। ছবি: বাংলানিউজ

রংপুর: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের টেকসই প্রয়োগ এবং বাস্তবায়নে রংপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের সহযোগিতায় (এসিডি) এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ রংপুরের উপ-পরিচালক রুহুল আমিন মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলাম, রংপুর উন্নয়ন সামাজিক সংস্থার (আরডিএসএস) পরিচালক আব্দুস ছালাম সরকার, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের সমন্বয়কারী এহসানুল আমিন ইমন প্রমুখ।

সভার শুরুতে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএসএস’র উদ্যোগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিড়ি-সিগারেটের কারখানায় কর্মরত শ্রমিক ও তাদের সন্তানদের স্বাস্থ্যগত ঝুঁকি এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি-সিগারেট বিক্রির ওপর অনুসন্ধানী প্রতিবেদন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।