ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

নারী-শিশুর সুরক্ষায় ব্যাপক কর্মসূচি সরকারের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, অক্টোবর ৩১, ২০১৮
নারী-শিশুর সুরক্ষায় ব্যাপক কর্মসূচি সরকারের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

ঢাকা: নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুদের অবহেলার সুযোগ নেই। তাদের সঠিকভাবে বিশেষ সুযোগ সুবিধা দিতে সরকার কাজ করছে। এছাড়া নারী ও শিশুর সুরক্ষায় ব্যাপক কর্মসূচিও রয়েছে সরকারের।

বুধবার (৩১ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে সাগর-রুনি মিলনায়তনে ‘নারী ও শিশুর সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক ঝর্ণা মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মহসিন হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।  

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন- গাজী টেলিভিশন ও সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজা ও নিউইয়র্ক টাইমস বাংলাদেশ চ্যাপ্টারের স্ট্রিঙ্গার জুলফিকার আলী মানিক।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় ডিআরইউ’র ৫০ সদস্য অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।