ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, অক্টোবর ৩১, ২০১৮
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী ওই গ্রামের মোস্তফা মোল্যার ছেলে এবং চাঁচই মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।



এলাকাবাসী জানায়, মেহেদী স্থানীয় বিল থেকে মাছ ধরে পরিচিত এক চালকের মাটিবাহী ট্রলিতে বাড়ি ফিরছিল। পথে চাঁচই কেয়ার মোড় এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেহেদী নিহত হয়। তবে, ট্রলিচালক অক্ষত রয়েছেন।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।