ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

তাড়াশে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, অক্টোবর ৩১, ২০১৮
তাড়াশে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভাসমান মরদেহ। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   

বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকার নয় নম্বর ব্রিজের নিচে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তার মাথার পেছনের দিকে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,  কয়েকদিন আগে তাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।