৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রের ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিশনের দুটি হলরুমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ প্রকাশ করা হয়েছে।
এমআইএইচ/আরবি
।