ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

‘ফ্লোটিলা’য় হামলা-ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, অক্টোবর ৩, ২০২৫
‘ফ্লোটিলা’য় হামলা-ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’। ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজা অভিমুখী মানবিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে সংসদ ভবনের সামনে গিসে শেষ হয়।

‘ফ্লোটিলা রক্ষা করো—ফিলিস্তিনকে মুক্ত করো’ শীর্ষক এ কর্মসূচিতে প্রায় ৭০টি পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

বক্তারা বিক্ষোভে অভিযোগ করে বলেন, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মানবিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও অহিংস উদ্যোগ ছিল, যা গাজা অবরোধ ভাঙা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়। কিন্তু ২ অক্টোবর ইসরায়েলের নৌবাহিনী ওই বহরের ওপর হামলা চালায়, মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার ও অপহরণ করে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

তারা আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবিক দায়বদ্ধতার প্রতীক, অথচ এ ধরনের হামলা ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-নিপীড়নেরই ধারাবাহিকতা।  

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বক্তারা জানান, ন্যায়, মানবতা ও স্বাধীনতার সংগ্রামে তারা সংহতি বজায় রাখবেন।

বিক্ষোভে ৫ দাবি
বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করেন—
১. গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
২. আটক মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং গাজার অবরোধ ভাঙতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৩. ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে।
৪. ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৫. আইডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।

ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অঞ্চলটির ওপর দখলদারদের অবরোধ ভাঙতে সম্প্রতি সমুদ্রপথে যাত্রা করে বৈশ্বিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী প্রায় ৪৪টি জাহাজে হামলা চালিয়ে দখল করে নেয় এবং ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন কর্মীকে আটক করে।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ