স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সোমবার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদ পরিদর্শন করেছেন। এ ছাড়া বাদশাহী মসজিদ চত্বরে কবি আল্লামা ইকবালের কবর জিয়ারত শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ৯ দিনের সরকারি সফরে গত ১৮ সেপ্টেম্বর থেকে পাকিস্তান রয়েছেন।
দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে স্বরাষ্ট্র সচিব পাকিস্তান সফরে গেছেন। এ সফরে বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুদেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা এবং রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা হবে।
টিআর/আরবি