ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশের বাণিজ্যখাতে সহযোগিতা দেবে ইউএনডিপি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, জুলাই ১৪, ২০২৫
বাংলাদেশের বাণিজ্যখাতে সহযোগিতা দেবে ইউএনডিপি কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. আবদুর রহিম খানসহ অন্যরা।

ঢাকা: বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।  

এই উদ্যোগের অংশ হিসেবে ১২-১৪ জুলাই নতুন গঠিত ট্রেড নেগোশিয়েটর পুল, যারা বাংলাদেশের হয়ে বাণিজ্যবিষয়ক আলোচনায় অংশ নেবে, তাদের দক্ষতা বাড়ানোর জন্য, গাজীপুরে তিন দিনের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (১৪ জুলাই) ইউএনডিপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাজ্যের অর্থায়নে ইউএনডিপির ‘ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম-২’র আওতায় হওয়া এ প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বেসরকারিখাত ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিচ্ছেন। এরা সবাই ট্রেড নেগোশিয়েটর পুলের সদস্য।
 
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. আবদুর রহিম খান।  

তিনি বলেন, বাণিজ্য আলোচনা একটি সার্বিক সরকারি প্রক্রিয়া, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এতে একসঙ্গে কাজ করে। এখন আমরা বেসরকারিখাত, শিক্ষাবিদ ও বাণিজ্য সংশ্লিষ্ট নাগরিক সমাজকে আগের চেয়ে অনেক বেশি যুক্ত করছি যাতে আমাদের বাণিজ্য অংশীদার দেশগুলোর সঙ্গে সফল ও কার্যকর আলোচনা সম্ভব হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও ইউএনডিপির এই সময়োপযোগী উদ্যোগটি যুক্তরাজ্য সরকারের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এটি কেবল সূচনা; দক্ষতা বাড়ানোর এ প্রক্রিয়া চলবে।
 
ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ বিশেষ বাণিজ্য সুবিধা হারাবে। এই ক্ষতি পুষিয়ে নিতে ও ভবিষ্যতে নানা বাণিজ্য চুক্তি করতে দক্ষ আলোচক খুবই প্রয়োজন।
 
যুক্তরাজ্যের এফসিডিওর অর্থনৈতিক উপদেষ্টা ইসাম মোসাদ্দেক বলেন, বাংলাদেশ এখন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যা অনেক জটিল বিষয়। সরকার ও বেসরকারিখাতে এই দক্ষতা গড়ে তুলতে যুক্তরাজ্য সহায়তা দিতে পেরে গর্বিত।
 
এছাড়াও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদের সঞ্চালনায়, ড. জায়েদী সাত্তার, ফেরদৌস আরা বেগম এবং ড. এম. মাসরুর রিয়াজ-এর অংশগ্রহণে একটি শীর্ষপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি হুমায়ুন কবির, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তাফা আবিদ খান এবং ইউএনএসক্যাপের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার আলেক্সেই ক্রাভচেঙ্কো।
 
এ প্রশিক্ষণে বাণিজ্য কাঠামো, আইনি দিক, আলোচনার কৌশল, বিশ্লেষণ ও বাস্তব কেস স্টাডি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।