ঢাকা: ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণের দুই প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-৫ এর আওতায় ‘কালীগঞ্জ-শ্যামনগর-ভেঠখালী (জেড-৭৬১৭) সড়কের উন্নয়ন। কালীগঞ্জ ফুলতলা মোড় থেকে সাতক্ষিরার শ্যামনগর চৌরাস্তা পর্যন্ত টেন্ডার কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নের কাজ পেয়েছেন জহিরুল লিমিটেড। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার ৮৭৪ টাকা।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সিলেট সড়ক জোনের অধীন সুনামগঞ্জ সড়ক বিভাগের ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরী পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে এম.এম. বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এতে ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৫২২ টাকা।
প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ সালে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়ক (আর-২৪১) সড়ক বিভাগের রাস্তা জোন সিথেলের ২০-৩০০ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত মাটির কাজের মাধ্যমে পুনর্বাসন/পুনঃনির্মাণ/উন্নতি, বিদ্যমান নমনীয় ফুটপাথের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, অনমনীয় ফুটপাথ নির্মাণ, বাস বে, ইন্টারসেকশন, আরসিসি কালভার্ট। আরসিসি ড্রেন, সিসি ব্লক সহ কংক্রিট ঢাল সুরক্ষা, সাইন সিগন্যাল, রাস্তা চিহ্নিতকরণ ইত্যাদি কাজ।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সিলেট সড়ক জোনের অধীন সুনামগঞ্জ সড়ক বিভাগের ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরী পুনর্বাসন ও পুনঃনির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে ওহিদুজ্জামান চৌধুরী ও মেসার্স জন্মভূমি নির্মতা (জন) জেভি। এতে মোট ব্যয় হবে ১৪৪ কোটি ৮১ লাখ ০২ হাজার ৯২০ টাকা।
২০২৩-২০২৪ সালে সড়ক বিভাগের সুনামগঞ্জের অধীনে সিলেট-সুনামগঞ্জ সড়কের (আর-২৮০) ৬৪তম (পি) কিলোমিটার থেকে ৬৮তম (পি) কিলোমিটার (অধ্যায় ৬৩+৭৩৫ কিমি থেকে ৬৭-৫৩৫ কিমি) সড়ক উন্নয়ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রকল্পের আওতায় মাটি কাটার কাজের মাধ্যমে পুনর্বাসন/উন্নতি ৪-লেনের শক্ত পেভমেন্ট নির্মাণ। রাস্তার মধ্যবর্তী অংশ, বাস বে, ইন্টারসেকশন, ফুটপাত তথা ড্রাম, আরসিসি কালভার্ট, সিসি ব্লক সাইন সিগন্যাল সহ ঢাল সুরক্ষা, রাস্তা চিহ্নিতকরণ ইত্যাদি কাজ।
এছাড়া বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবে "কুমিল্লা সড়ক বিভাগাধীন ৪টি জেলা মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর - ৩ কাজের দরপত্র রি-টেন্ডাের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
জিসিজি/এমএম