ঢাকা: বাংলাদেশে কিংডম অব কম্বোডিয়ার প্রথম অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন আসফার খায়ের।
মঙ্গলবার (২৭ মে) আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনারারি কনসালশিপের পত্রটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আসফার খায়ের কম্বোডিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্কের উন্নতি এবং উভয় দেশের মধ্যে মিল বন্ধন জোরদারের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি আরও জানান, উভয় দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ওষুধ শিল্প, খাদ্য নিরাপত্তা, জনশক্তি, পর্যটন ও দুই দেশের মধ্যকার বিমান চলাচল প্রভৃতি ক্ষেত্রে দ্বি-পক্ষীয় সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে কার্যকর ভূমিকা পালনসহ বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যকার সাংস্কৃতিক বিনিময় এবং উভয় দেশের জন্য একটি দীর্ঘস্থায়ী পারস্পরিক আস্থাশীল বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক করাই তার লক্ষ্য। যা অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতাকে প্রতিফলিত করবে।
উল্লেখ্য, আসফার খায়ের বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
টিআর/এএটি