ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনের মুখে কঠোর নিরাপত্তায় সচিবালয়। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয়ে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের প্রবেশদ্বারগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সোয়াত, বিজিবি, আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সেখানে সাংবাদিকদের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সে হিসেবে নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত জারি করা আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৭ মে ২০২৫ তারিখ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এমতাবস্থায়, উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশ, সোয়াত, আনসার এবং বিজিবির সদস্যদের অস্ত্রশস্ত্রসহ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সচিবালয়ের দুই নম্বর গেটেও একই পরিস্থিতি। সেখানেও পুলিশকে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধ করে সোমবার (২৬ মে) রাতেই আদেশ জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, সকাল থেকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গত বৃহস্পতিবার (২২ মে) সরকারি চাকরি (অধ্যাদেশ) ২০২৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওইদিন থেকে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। সচিবালয় কর্মকর্তা- কর্মচারী সংযুক্ত পরিষদের নেতৃত্বে সোমবার পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আসে শেষ বিকেলে। সে ঘোষণায় একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে থাকা সারাদেশের সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
তারা আরও বলেন, এখন থেকে কোনো আলাদা সংগঠন কিংবা আলাদা ব্যানারে নয় সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ এর নামে কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
জিসিজি/আরআইএস