রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকেই ভয়াবহ যানজটে নাকাল হয়ে পড়েছে জনজীবন। অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা, দিনমজুর— সব শ্রেণিপেশার মানুষকেই এই ‘যানজট নামক মহাবিপর্যয়’ মোকাবিলা করতে হচ্ছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকালের প্রবল বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। একইসঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে যান চলাচলে ভয়াবহ ধীরগতি দেখা দিয়েছে।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যানজটের প্রকট চিত্র তুলে ধরেছেন বাংলানিউজের প্রতিবেদকরা। সিনিয়র করেসপন্ডেন্ট রেজাউল করিম রাজা জানিয়েছেন, বিজয় সরণী, খামারবাড়ি, আড়ং মোড়, ধানমন্ডি ২৭, সায়েন্সল্যাব মোড়সহ নগরীর বহু গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। প্রতিটি ট্রাফিক সিগন্যালে দীর্ঘসময় আটকে থাকতে হচ্ছে। ১০ মিনিটের পথ পেরোতে যাত্রীদের সময় লাগছে এক ঘণ্টার বেশি।
সিনিয়র করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন বাদল জানান, বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের চলমান আন্দোলনের অষ্টম দিনে বৃহস্পতিবার সকাল থেকেই মৎস্য ভবন মোড়, কাকরাইল, হাইকোর্ট, রমনা এলাকার রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখা হয়। এতে অফিস, স্কুল ও কলেজগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। শত শত প্রাইভেটকার, বাস, সিএনজি, মোটরসাইকেল এবং রিকশা আটকে পড়ে রাস্তায়।
স্টাফ করেসপন্ডেন্ট সুব্রত চন্দ জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কয়েকদিন ধরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে আবারও তারা বৃষ্টিতে ভিজেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। যে কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের রাস্তাগুলো দিয়ে সীমিতসংখ্যক রিকশা ও ছোট যানবাহন চলতে দেখা গেলেও সেগুলোর গতি ছিল অত্যন্ত ধীর। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।
এই যানজট পরিস্থিতি সামাল দিতে নগরবাসী যেমন ধৈর্য ধরছেন, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে অ্যাডিশনাল কমিশনার (ট্রাফিক) মো. সোরোয়ার বাংলানিউজকে বলেন, বুধবারের তুলনায় আজ সড়কে যানজট আরও বেশি। তা ছাড়া সকালে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমেছে, তার ওপর শাহবাগ ও রমনায় রাজনৈতিক কর্মসূচিতে সড়ক অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে।
তিনি আরও জানান, ঢাকার সড়কের তুলনায় ছয় থেকে সাত গুণ বেশি যানবাহন চলাচল করে, ফলে ব্যস্ত কোনো মোড় বন্ধ হলে সেটির প্রভাব গোটা নগরীতে ছড়িয়ে পড়ে। সকালে বৃষ্টির পাশাপাশি সড়ক অবরোধের কারণে যানজট বেশি হয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি অবরোধের কারণে রমনা শাহবাগ মতিঝিল যানজটের ব্লকেড ছিল। ট্রাফিক পুলিশ সদস্যরা সকাল থেকে যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটি অব্যাহত থাকবে।
এজেডএস/এমজে