ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মে ১০, ২০২৫
‘আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সদস্যরা আগামী দিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় যারা দায়ী, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। কাউকে অ্যাটাচ করা হয়েছে। যেহেতু এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এ সদস্যরা কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আবদুল হামিদের দেশত্যাগ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় ইন্টারপোল কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শনের ব্যাপারে তিনি বলেন, আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় সেটি বিস্তারিত জানা। ইমিগ্রেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক উন্নত ও যুগোপযোগী হয়েছে। এ উন্নতির ধারা যেন অব্যাহত থাকে, সে আশা করছি।

উপদেষ্টা বিমানবন্দর পরিদর্শনের সময় ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের নানা সমস্যার কথা শোনেন। সমস্যা সমাধানে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বরত সবাইকে নির্দেশনা দেন।

এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।