ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনার আলোচিত লেডি বাইকার এশা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, মার্চ ২৩, ২০২৫
খুলনার আলোচিত লেডি বাইকার এশা গ্রেপ্তার লেডি বাইকার এশা

খুলনা: খুলনার আলোচিত লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক তরুণীকে নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এশা এক মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতেন।  

শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে চান। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানা-হ্যাঁচড়া করেন। এক পর্যায়ে ওই মেয়েটি আঘাত পান।

মিজানুর রহমান আরও বলেন, শিববাড়ি মোড়ে ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। পরে পুলিশের কাছে এশাকে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা,  মার্চ ২৩,  ২০২৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।