ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

৬০ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, নভেম্বর ১১, ২০২৪
৬০ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: যমুনা নদীতে নাব্য সংকটের কারণে আরিচ-কাজিরহাট নৌপথে দীর্ঘ ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।  

সোমবার (১১ নভেম্বর) বিকেলের দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় তিন শতাধিকের বেশি পণ্যবাহী ট্রাক পারাপারেরি অপেক্ষায় রয়েছে।

এর আগে গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

জানা যায়, গত ১ নভেম্বর রাত ১০টার দিকে নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নৌ-চ্যানেলে ড্রেজিং করে ফেরি চলাচল শুরু করলেও ৮ নভেম্বর রাত ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করে সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে সচল করে বিআইডব্লিউটিসি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌরুটে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।  

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, এই মৌসুমে প্রতি বছর আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকট দেখা দেয়। যমুনা নদীর অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। যার কারণে দুর্ঘটনা এড়াতেই গত শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এই নৌপথে ফেরি চলাচল করতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিং করছে এবং অব্যাহত থাকবে। আজ দুপুরের দিকে নৌ-চ্যানেলের নাব্যতা ফিরে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।