ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, অক্টোবর ৮, ২০২৪
মৌলভীবাজারে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) মৌলভীবাজার পুলিশ লাইন্স এমটি সেডে মাস্টার প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের সঞ্চালনায় কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।  

এছাড়া সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।