ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকায় ‘অস্ট্রেলিয়া এডুকেশন রোড শো-২০২৪’ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
ঢাকায় ‘অস্ট্রেলিয়া এডুকেশন রোড শো-২০২৪’ অনুষ্ঠিত

ঢাকা: অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘অস্ট্রেলিয়া এডুকেশন রোড শো-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ মেলার আয়োজন করে অস্ট্রেলিয়ান এডুকেশন টেকনোলজি কোম্পানি স্টাডিনেট।

মেলাটিতে অংশ নেয় অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অব অ্যাডিলেড, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ফ্লিন্ডারস ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইসিইউ ও ন্যাভিটাসসহ আরও অনেকে প্রতিষ্ঠান।

মেলাটিতে উচ্চশিক্ষার জন্য আগ্রহী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, ভর্তির প্রক্রিয়া এবং স্কলারশিপের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। মেলায় ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে আইলটিএস প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএমআই/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।